যশোরের শার্শা উপজেলায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বুধবার বিকেলে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন, ববঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, ডিজিটাল স্ক্রিনে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন , ৭ই মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠন পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
যশোর-১ আসনের সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে শার্শা উপজেলায় বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলি শেষে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেরা অডিটরিয়ামে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসরাম মনজু, বক্তব্য রাখেন, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সালেহ আহমেদ মিন্টু, বেনাপোল পৌর আওয়ামীলগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারন সম্পাদক আলহাজ্ব নাছির উদ্দিন, যুবলীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারন সম্পাদক অহিদুজ্জামান অহিদ, ছাত্রলীগের সভাপতি আ: রহিম সর্দার, সাধারন সম্পাদক রাসেল ,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আ লী মন্টু, সাধারন সম্পাদক কামাল হোসেন।
নদী বন্দর / জিকে