নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকাল ১১টায় মনোহরদীর শকুন্দী ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো জাকারিয়া ফরাজী (৫০) তার ছেলে মো. সাজিদ ফরাজী (৭)। তারা শকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামের ফরাজী বাড়ির বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত জাকারিয়া ফরাজী পেশায় একজন কৃষক। তার কৃষিজমি নদের পাড়েই অবস্থিত। তিনি সকালে মাঠে যাওয়ার সময় সঙ্গে তার ছেলেও যাচ্ছিল।
পরে মাঠে যাওয়ার জন্য কলাগাছের ভেলা দিয়ে ব্রহ্মপুত্র নদ পারাপারের সময় তার সন্তান পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে জাকারিয়া নদীতে ঝাঁপ দেয়। এসময় বাবা ছেলে দুইজনই নদীতে তলিয়ে যান।
পরে আশপাশের লোকজন সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেয়ার পর কতব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান বলেন, নদীর মাঝখানে যাওয়ার পর ভেলা থেকে শিশুটি উল্টে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গেলে দুইজনেরই মৃত্যু হয়। ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে কথা বলে লাশ হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।