এবারে নতুন করে বাজারে বিক্রির জন্য আসলো ইয়েলো টি। নিলামে যার দাম উঠল প্রতি কেজি ১২ হাজার ২০০ টাকা। আর নিলামে ওই চা কেনেন পপুলার হাউস নামের একটি প্রতিষ্ঠান।
দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রটি হচ্ছে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায়।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ২০তম চা নিলাম অনুষ্ঠিত হয়। ওই চা নিলামে প্রথম বারের মতো ইয়েলো চা নিয়ে আসে হবিগঞ্জের বৃন্দাবন চা বাগান।
নতুন জাতের এ চায়ের কদর যেমন ছিল তেমনি চা কিনতে আগ্রহ দেখায় অনেক প্রতিষ্ঠান। অবশেষে দুই কেজির পুরো লট কিনে নেয় শ্রীমঙ্গলের পপুলার হাউস।
চায়ের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বৃন্দাবন চা বাগান এবারেই প্রথম এ চা তৈরি করে বাজারে নিয়ে আসে। এটি তৈরিতে বিশেষভাবে বাছাইকৃত কুড়ি পাতা দিয়ে যত্নে করা হয়েছে।
টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) পরিচালক হেলাল আহমদ জানান, ১২ হাজার ২০০ টাকা কেজিতে এই প্রথম বিক্রি দেশে।
তবে তিনি জানিয়েছেন, এর আগে অবশ্য চট্টগ্রাম চা নিলামে আট হাজার ২০০ টাকা দামে এ চা বিক্রি হয়েছে।
নদী বন্দর / জিকে