সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ।
শুক্রবার (১৯ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউ যুবলীগের কার্যালয়ের সামনে এ হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত মাইনুদ্দিন রানার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ প্রচার সম্পাদক, জয়দেব নন্দী, সদস্য, ব্যারিস্টার সজীব, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপনসহ ঢাকা মহানগর দক্ষিণ ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মী।
নদী বন্দর / পিকে