গতকাল মঙ্গলবার বগুড়ার গাবতলী দক্ষিনপাড়া উজগ্রামের গাবতলা মাজার মাঠ সংলগ্ন জানপাড় যুব সমাজের আয়োজনে হা-ডু-ডু খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেন তোফাজ্জল মহুরী। এ উপলক্ষে দক্ষিনপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় বরেণ্য অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন নান্নু। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক লাদু মোল্লা, সাজেদুর রহমান লিটন, সানোয়ার হোসেন, সবুজ প্রাং, দক্ষিনপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির সরকার পলিন, ছাত্রলীগ নেতা পারভেজ সরকার, থানা কৃষকলীগ নেতা আতিকুর রহমান সুমন, জিন্নাতুল ইসলাম, সমাজসেবক বাদল আকন্দ ও সুমন মন্ডল। আরো উপস্থিত ছিলেন যুব সমাজের সদস্য সাব্বির, সোহান, হিরু, আরমান, রাব্বী, কামরুল, রকি, সাগর, বিজয়, মহসিন, সাহাদৎ ও শাফি প্রমূখ। উদ্বোধনী খেলায় অংশ নেন সোনাতলা যুব সংঘ বনাম কাগইল ডিজিটাল ক্লাব।
নদী বন্দর / এমকে