ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির লাইন ওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসানকে ডিএমপির অপরাধ বিভাগ, সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ক্রাইম বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক সজীব দে-কে কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
নদী বন্দর / এমকে