মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতীয় কাস্টমস ও বিএসএফকে ফুল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাহিলি কাস্টমস।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে হিলি সীমান্তে চেকপোস্ট শুন্যরেখায় বাংলাহিলি কাস্টমস ডেপুটি কমিশনার সাইদুল আলম ভারত হিলি কাস্টমস সুপারিনটেনডেন্ট সনজিত কুমারের হাতে ফুল ও মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
পাশাপাশি ভারতীয় কাস্টমস সুপারিনটেনডেন্ট সনজিত কুমার বাংলাহিলি কাস্টমস ডেপুটি কমিশনার সাইদুল আলমকেও ফুল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
বাংলাহিলি কাস্টমস ডেপুটি কমিশনার সাইদুল আলম জানান,দু’দেশের কাষ্টমসের মধ্যে সৌহাদ্য পুর্ণ সর্ম্পক থাকায় বন্দরের রাজস্ব আহরন বেশী হচ্ছে।এই সর্ম্পক বজায় রাখার জন্য আমরা মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতীয় কাস্টমস ও বিএসএফ কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।
এসময় সেখানে বাংলাহিলি ও ভারত হিলি কাস্টমস কর্মকর্তা,কর্মচারী,বিজিবি,বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
নদী বন্দর / এমকে