মুন্সিগঞ্জে পদ্মা নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। মাওয়া মৎস্য আড়তে নানা সাইজের ইলিশ কিনতে ভিড় করছেন ক্রেতারা। চাহিদা বেশি থাকায় দামও বেশ চড়া বাজারে। বড় ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত।
চৈত্রের ভোরেই ইলিশে সয়লাব। নানা সাইজের ইলিশের পসরা আড়তে আড়তে।
হাঁকডাকে বিক্রি হচ্ছে রুপালি ইলিশ। পদ্মার তাজা ইলিশ কিনতে রাজধানীসহ নানা এলাকা থেকে আসা ক্রেতাদের আগ্রহের যেন শেষ নেই। চাহিদা বেশি থাকায় মুন্সীগঞ্জের পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তের ইলিশে দাম বেশ চড়া। বড় ইলিশ কেজি প্রতি দর হাঁকা হচ্ছে ১৩শ’ থেকে ১৪শ’ টাকায়। আর ৭শ’ গ্রাম থেকে ৮শ’ গ্রামের নতুন ইলিশ বিক্রি হচ্ছে ৮শ’ থেকে সাড়ে ৯শ’ টাকায়।
ইলিশের বেচাকেনা বেড়ে যাওয়ায় জাটকা নিধনে অভিযানও চালাচ্ছে নৌপুলিশ।
লৌহজংয়ের উপজেলা মৎস্য অফিস ক্ষেত্র সহকারী মো. আশরাফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন থেকে ভালোভাবে সহযোগিতা করছে বলে সামনে জাটকা নিধন বন্ধ হবে।
মাওয়া মৎস্য আড়তের ইনচার্জ সিরাজুল কবির বলেন, এলাকায় কোনো জেলে জাটকা নিধন বন্ধ করতে পারছে না। যারা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
অভয়াশ্রমগুলোতে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকলেও মুন্সীগঞ্জ এর বাইরে। ইলিশের এই হাটে দুই ঘণ্টায় প্রতিদিন বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ।
নদী বন্দর / এমকে