ফরিদপুরের নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী বাসস্ট্যান্ড-সংলগ্ন কুমার নদের ওপর নির্মিত বেইলি ব্রিজটি ধসে পড়ার পর তা সংস্কারে এখনো কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ব্রিজ দিয়ে চলাচলরত হাজারো মানুষ।
বর্তমানে কুমার নদে নৌকায় করে পার হচ্ছেন স্থানীয়রা। তবে নৌকা ভাড়া নিয়ে নানা ক্ষোভের কথা জানিয়েছেন এলাকাবাসী। নৌকায় পারাপারে যাত্রীদের প্রতিনিয়ত বচসার ঘটনা ঘটছে।
গত ২০ মার্চ ভোরের দিকে ব্রিজটি ধসে পড়ে। এরপর থেকেই এ পথ দিয়ে যাতায়াত করা মানুষরা পড়েছেন চরম ভোগান্তিতে। সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা গেছে, ব্রিজের ধসে যাওয়া অংশে বাঁশ দিয়ে পাটাতন তৈরি ও হাতল লাগিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ।
ধসে যাওয়ার সাতদিন পেরিয়ে গেলেও ব্রিজটি সংস্কার না করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এর সংস্কার কিংবা যোগাযোগ রক্ষায় আপাতত ভাসমান ব্রিজ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮০-এর দশকে কুমার নদের ওপর এ বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ব্রিজটি ধসে পড়ে। তারা জানান, একাধিকবার বেইলি ব্রিজটির স্থানে সিমেন্টের ঢালাই ব্রিজ নির্মাণের জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তারপরও কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
এ বিষয়ে ফরিদপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন জানান, ব্রিজটি ধসে পড়ার পর সেখানে নতুন করে একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।