বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ নেত্রকোনা ব্যাটালিয়ন দুর্গাপুর সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৭৫ বোতল ভারতীয় মদ ও ২৪৬০ পিচ ভারতীয় মেহেদী আটক করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র উপ-অধিনায়ক নুরুদ্দীন মাকসুদ রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, দুর্গাপুর উপজেলার ভবানীপুর বিওপি’র নায়েক সুবেদার রহমতুল কবীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল শনিবার রাতে ভবানীপুর সীমান্ত এলাকায় টহল দান কালে ১০৭ বোতল ভারতীয় মদ আটক করে। এদিকে নলুয়াপাড়া বিওপি’র নায়েক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল শনিবার রাতে গোপালপুর এলাকায় টহল দান কালে ৬৮ বোতল ভারতীয় মদ আটক করে। অপরদিকে বারমারী বিওপি’র সুবেদার মোঃ রুহুল আমীনের নেতৃত্বে একটি টহল দল শনিবার রাতে কোনা ফান্দা এলাকায় টহলদান কালে ২৪৬০ পিচ ভারতীয় কাবেরী মেহেদী আটক করে।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। আটককৃত ভারতীয় মদ ও মেহেদীর আনুমানিক মূল্য ২ লক্ষ ৯৯ হাজার ৫ শত টাকা।
নদী বন্দর / পিকে