লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পবিত্র শবে বরাত ও ভারতের হোলি উৎসব উপলক্ষে বাণিজ্য দু’দিনের জন্য বন্ধ থাকবে।
সোমবার (২৯মার্চ) দুপুরে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার (২৮ মার্চ) দুপুরে ভারতের চ্যাংরাবান্ধা বর্ডারের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন। ২৯ মার্চ থেকে ৩০ মার্চ বুড়িমারী বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ৩১ মার্চ থেকে যথানিয়মে শুরু হবে বন্দরের কার্যক্রম।
বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার জানান, পবিত্র শবে বরাত ও হোলি উৎসব উপলক্ষে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি দু’দিনের জন্য বন্ধ থাকবে। আগামী বুধবার যথানিয়মে বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, এবছর পবিত্র শবে বরাত ও ভারতের হোলি উৎসব একসঙ্গে পড়ায় বুড়িমারী স্থলবন্দর দু’দিন বন্ধ থাকবে।
বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) আনোয়ার হোসেন বলেন, স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক থাকবে।