জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী খননের সময় ব্রিজের তলদেশ থেকে অতিরিক্ত মাটি তোলায় পিলারে ফাটল দেখা দিয়েছে। এতে করে ৪২ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে গাইবান্ধা, রংপুর, বগুড়া, ঢাকা ও হিলি বাইপাস সড়কের সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
নদী পারাপারের জন্য ব্রিজের নিচ দিয়ে মাটি ভরাট করে সাধারণ মানুষের চলাচলের জন্য ব্যবস্থা করা হলেও যাত্রী ও পণ্যবাহী পরিবহন পারাপার হতে পারছে না। ফলে বিকল্পপথে প্রায় ২০ কিলোমিটার সড়ক অতিক্রম করে গন্তব্যে যেতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুকনো মৌসুমে নদীতে পানি ধরে রাখতে ও বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের জন্য তুলসীগঙ্গা নদীতে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে খনন কাজ চলছে। খনন চলাকালে ব্রিজের তলদেশ থেকে অতিরিক্ত মাটি তোলায় ব্রিজের পিলারে ফাটল ধরে। যার কারণে ব্রিজে ফাটল দেখা দিলে তা চলাচলের অনুপযোগী হয়ে পরে। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি, দায়িত্ব-হীনতা ও উদাসীনতাকে দায়ী করে এ অবস্থার থেকে মুক্তি চান ভুক্তভোগীরা।
স্থানীয়রা জানান, তিনটি ভেক্যু মেশিন দিয়ে তুলসীগঙ্গা নদী সেতুর নিচের তিনটি পিলারের গোঁড়া থেকে মাটি খনন করা হয়। এ কারণে পিলারের গোঁড়া দেবে গিয়ে গোঁড়া পাটল দেখা যায়। খবর পেয়ে সেতুর উপর দিয়ে সব ধরনের প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেন উপজেলা প্রশাসন।
ফিচকারঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজক আজাদ বলেন, ‘ক্ষণকালে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের নদীর পাড়ে মাদরাসা ও মসজিদ রয়েছে উল্লেখ করে ব্রিজের তলদেশ থেকে মাটি না কাটার জন্য অনূর্ধ্ব করা হয়। কিন্তু তারা আমাদের কথা শোনেননি।
স্থানীয় ব্যবসায়ী মোকলেসার রহমান, ট্রাকচালক মঞ্জুরুল ইসলাম, বাসচালক শাহিন আলম ও ভ্যানচালক লিটন বলেন, ‘এপথ দিয়ে যাতায়াত করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে ২০-২৫ কিলোমিটার পথ ঘুরে জয়পুরহাট জেলা শহর হয়ে তারা যানবাহন নিয়ে চলাচল করছেন। এতে খরচ ও সময় বেশি ব্যয় হচ্ছে।’
জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাদেুল ইসলাম বলেন, ‘প্রকল্পের স্বার্থে নদীর ব্রিজের আগে একটা রিং বাঁধ দিয়েছিলাম, কিন্তু পানির প্রবল স্রোতে সে রিং বাঁধ ভেঙে ব্রিজের পিলারে আঘাত করে, পুরাতন ব্রিজের পিলারগুলি ইটের গাঁথুনির তাই পানির স্রোতে সেগুলোতে ফাটল দেখা দেয়।’
এ বিষয়ে জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আলাউদ্দিন বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের অধীনে তুলসীগঙ্গা নদী খননের কাজ হচ্ছিল। এতে করে জয়পুরহাটের পাঁচবিবি-গাইবান্ধার কামদিয়া সড়কের ফিচকা ঘাট ব্রিজটির পিলারে ফাটল দেখা দিলে তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।’
নদী বন্দর / পিকে