স্বপ্নের মেট্রো রেলের ছয়টি কোচ মোংলা বন্দরে পৌঁছাবে আজ বুধবার। জাপানের কোবে বন্দর থেকে মেট্রো রেলের কোচের প্রথম চালান বহন করছে বিদেশি জাহাজ এমভি এসপিএম ব্যাংকক।
জাহাজটি মেট্রো রেলের অত্যাধুনিক ও মূল্যবান মালপত্র নিয়ে মোংলা বন্দরের জেটিতে ভিড়বে। এরপর বন্দরের ৯ নম্বর ইয়ার্ডে খালাস হবে আমদানীকৃত রেলওয়ে কোচ।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ কোং লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, রেলওয়ের কোচগুলো তৈরি করেছে জাপানের কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি কম্পানি লিমিটেড।
২০২১-২০২২ সালের মধ্যে আরো ১৩৮টি রেলওয়ে কোচ মোংলা বন্দর দিয়ে আমদানি, ছাড়করণ ও পরিবহন করা হবে।
নদী বন্দর / জিকে