নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরসভার মেয়র আলাউদ্দিন আলালের তেরীবাজারস্থ ব্যবসায়িক কার্যালয় স্বর্ণা ব্রিকস্ চেম্বারে গত শুক্রবার দিবাগত মধ্যরাতের কেনো এক সময়ে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে।
পৌর মেয়র আলাউদ্দিন আলাল সাংবাদিকদের জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে স্বর্ণা ব্রিকস্ চেম্বারের কর্মকর্তা-কর্মচারীগণ তালা লাগিয়ে নিজ নিজ বাসায় চলে যান। শনিবার সকালে চেম্বারের স্টাফ জয়দেব চক্রবর্তী কার্যালয়ের তালা খুলে ভেতরে গিয়ে দেখেন ঘরের চালের টিন খোলা এবং আলমারী ড্রয়ার খোলা রয়েছে।
তিনি তাৎক্ষনিক স্বর্ণা ব্রিকসের মালিক পৌর মেয়র আলাউদ্দিন আলালকে জানান। পরে চুরির বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ফখরুজ্জামান জুয়েল, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ধনেশ পত্রনবীশ বলেন, ইট বিক্রির টাকাসহ অনুমানিক ৩০ লক্ষ টাকা ড্রয়ার ও আলমারিতে রক্ষিত ছিল। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমীন নেলীর সাথে যোগাযোগ করলে চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নদী বন্দর / এমকে