1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রাতে ট্রলার ডুবল সন্ধ্যায়, শ্রমিক নিখোঁজ - Nadibandar.com
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ২২৬ বার পঠিত

পিরোজপুরের নেছারাবাদে মালবাহী ট্রলারের ধাক্কায় মায়ের দোয়া নামে শ্রমিকবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শ্রমিক নিখোঁজ হয়।

বুধবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ইন্দেরহাট কালিবাড়ি খালের মোহনায় সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিকের নাম হাসান (৩৫)। নিখোঁজ হাসান বরিশালের বাখেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের ইমদাদ হাওলাদারের ছেলে।

ডুবে যাওয়া ট্রলারের শ্রমিক এমদাদুল মিলন জানান, বিল্ডিং নির্মাণ কাজে বানারীপাড়া থেকে ৮ জন শ্রমিক মিকচার মেশিনসহ ট্রলারে নেছারাবাদের বালিহারি গ্রামে যাচ্ছিলেন। 

যাওয়ার পথে ইন্দেরহাট কালিবাড়ি খালের মোহনায় অপর একটি মালবাহী বড় ট্রলার ছোট ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলারটি মালামালসহ ডুবে যায়। এ সময় ট্রলারে করে অন্য লোকজন গিয়ে শ্রমিকদের উদ্ধার করে। কিন্তু শ্রমিক হাসান নিখোঁজ হয়। 

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসানের কোন সন্ধান পাওয়া যায় নি।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com