‘আওয়ামী লীগে লোহার মরিচা ধরেছে, কয়েক টুকরো হয়ে ভেঙে যাবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বিএনপির এই নেতা বলেন, ‘লোহাকে কেউ ভাঙতে পারে না। কিন্তু লোহা নিজে নিজেই ক্ষয় হয়ে ভেঙে যায়। লোহায় যখন মরিচা পড়া শুরু হয় তখন সেই লোহা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এক সময় কয়েক টুকরো হয়ে ভেঙে যায়। আওয়ামী লীগে সেই লোহার মরিচা ধরেছে। এক সময় কয়েক টুকরো হয়ে তা ভেঙে পড়ে যাবে।’
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত ‘স্বাধীনতা আজ বিপর্যয়ে, নৈতিকতার অবক্ষয় বিপন্ন মানবতা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনারা কথায় কথায় বলেন সাম্প্রদায়িক শক্তি রুখে দেব। কথায় কথায় বলেন পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। পরাজিত শক্তি কারা? সাম্প্রদায়িক শক্তি কারা? যারা দেশে বিভাজন সৃষ্টি করে তারা হচ্ছে সাম্প্রদায়িক শক্তি। বাংলাদেশের সবচেয়ে বড় সাম্প্রদায়িক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখনও তারা তাই করছে।’
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘বন্ধুরূপী শত্রুদের সঙ্গে যারা আপস করে তাদের কাছ থেকে বিজয়ের স্বাদ পাওয়ার কোনো উপায় নেই। আজ বাংলাদেশের অবস্থাটা দাঁড়িয়েছে তাই। তার চেয়ে দুঃখজনক হলো ৫০ বছর পর আমাদের হিসাব করতে হচ্ছে, আমরা কী চেয়েছিলাম আর কী পেয়েছি?’
এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমী, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন প্রমুখ।