সিলেটের কুশিয়ারা নদীতে আবারও ধরা পড়েছে দেড়মণ ওজনের বাঘাইড়। নগরের লালবাজারে রোববার (১১ এপ্রিল) সকালে মাছটি তোলা হয়। সোমবার (১২ এপ্রিল) সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে বলে জানিয়েছেন লালবাজারের মাছ ব্যবসায়ী মুজিবুর রহমান।
মুজিবুর রহমান জানান, রোববার ভোররাতে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ এলাকায় জেলের জালে বিশাল আকৃতির বাঘাইড়টি ধরা পড়ে। খবর পেয়ে রোববার সকালে প্রায় ৬০ কেজি ওজনের বাঘাইড়টি তিনি ফেঞ্চুগঞ্জ থেকে কিনে আনেন।
তিনি বলেন, পুরো মাছটি কিনে নেয়ার মতো ক্রেতা পাওয়ার সম্ভাবনা কম। তাই রোববার (১১ এপ্রিল) সারাদিন এটি বাজারে প্রদর্শন করা হবে। সোমবার সকাল ১০টায় লালবাজারে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে।
এদিকে বাজারে বিশাল আকারের বাঘাইড় মাছ আনার খবর শুনে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন। এ সময় অনেককে মোবাইল ফোনে ছবি তুলতে দেখা গেছে। আবার কেউ কেউ মাছটি ছুঁয়েও দেখছেন। বাঘাইড়টি কেটে বিক্রি হলে কেনার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকেই।
সিলেট নগরের ব্যবসায়ী মিনহাজুল কবির বলেন, ‘এই মাছকে আমাদের এলাকায় “বাঘ” মাছ বলা হয়। মাছটি কেটে কেজি দরে বিক্রি হলে এক কেজি মাছ কিনব। কেজি দরে বিক্রির কথা শুনে আমি নাম ও ফোন নম্বর দিয়ে রেখেছি।’
তিনি বলেন, ‘এর আগে গত ২৪ মার্চ এ বাজারে প্রায় সাত মণ ওজনের একটি বাঘাইড় কেটে কেজি দরে বিক্রি করা হয়। তখনও আমি খবর পেয়ে দুই কেজি মাছ পাঁচ হাজার টাকায় কিনেছিলাম। বড় বাঘাইড় মাছ খেতে অনেক স্বাদ।’
উল্লেখ্য, প্রতি বছরই এই মৌসুমে সিলেটের কুশিয়ারা নদীতে জেলেদের জালে বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়ে। পরে মাছগুলো নগরের সবচেয়ে বড় মাছের হাট লালবাজারে কেটে কেজি দরে বিক্রি করা হয়।
গত ২৩ মার্চ দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে সাত মণ ওজনের একটি বাঘাইড়। পরদিন ২৪ মার্চ ওই বিশাল আকৃতির মাছটি নগরের বন্দরবাজারের লালবাজারে কেটে আড়াই হাজার টাকা কেজি ধরে চার লাখ টাকায় বিক্রি করেছিলেন ব্যবসায়ী মো. বিলাল মিয়া।
নদী বন্দর / পিকে