1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বেড়িবাঁধ নির্মাণে স্বস্তি ফিরে এলো ভাণ্ডারিয়ার উপকূলীয় অঞ্চলে - Nadibandar.com
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ১৫৯ বার পঠিত

প্রমত্তা বলেশ্বর নদের মুখ এবং শাখা কচাঁ নদী তীরবর্তী উপকূলীয় অঞ্চল পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা, ধাওয়া, ইকড়ি, চরখালী, হেতালিয়া, বোথলা, জুনিয়া, হরিনালা ও তেলিখালী ইউনিয়ন এলাকায় চলমান নির্মাণাধীন বেড়িবাঁধ এবং স্লুইসগেট নির্মাণে স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

রবিবার (১১এপ্রিল) এসh এলাকায় সরেজমিনে দেখা যায়, বেড়িবাধেঁর ঢালে লাগোয়া বাসিন্দারা মৌসুমী সবজি চাষ করার প্রস্তুতি নিচ্ছেন। নদীর পাড়ে গড়ে তুলেছেন মুরগীর ফার্ম, কলা বাগান, মৌসুমী রবি শষ্য।

এ সময় আলাপ হয় কচাঁ তীরবর্তী বেড়িবাঁধ লাগোয়া জেলে পল্লী এবং কৃষক পরিবারের আদি বাসিন্দাদের সাথে। তারা জানান, বাপ-দাদার সময় থেকে সাগরে মাছ শিকার করেন তারা। নদী ভাঙন, ঝড়, জলচ্ছ্বাস ছিল নিত্যদিনের সঙ্গী। কৃষির ফলন ভালো হলেও অতিবৃষ্টি, অনাবৃষ্টি সহ অতিরিক্ত জোয়ারের পানিতে তা নষ্ট হয়ে যেত। বেড়িবাঁধ নির্মাণে আনোয়ার হোসেন মঞ্জু এমপিকেও ধন্যবাদ জানান তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে (বি.ডব্লিউ.ডি), রয়্যাল হাসকনিং (ডি.এইচ.ভি) নেদারল্যান্ড এর পরামর্শে চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠান (সিকো) চঙ্কিং ইন্টারন্যাশনাল কন্সাট্রাকশন ২০১৭ সালের জুলাই মাসে পোল্ডার ৩৯/২সি (ভণ্ডারিয়া-পিরোজপুর), পোল্ডর ৪০/২ (পাথরঘাট-বরগুনা), ৪১/২(বরগুনা) পোল্ডার ৪৩/২ (ডাবলুগঞ্জ, কলাপারা, পটুয়াখালী), ৪৭/২সি (কলাপরা, পটুয়াখালী) এবং ৪৮ (কুয়াকাটা, কলপারা, পটুয়াখালী) এ ৬টি পৃথক পোল্ডারে উপকূলীয় অঞ্চলে কাজ শুরু করে। এর মধ্যে পোল্ডার ৩৯/২সি (সি.ই.আই.পি,ফেজ-১, প্যাকেজ-২) এর আওতায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার থানা সংলগ্ন হাসপাতাল লাগোয়া কচাঁ নদীর শুরু থেকে নদমুলা ইউনিয়নের চিংগুরিয়া, ধাওয়া, ইকড়ি, চরখালী-হেতালিয়া, বোথলা, জুনিয়া, হরিনালা এবং তেলিখালী পর্যন্ত ৫৯-২,২৫ কি.মি. বেড়িবাঁধ এবং এর মধ্যে ৩২টি স্লুইসগেট নির্মাণের কাজ চলছে। এর মধ্যে মার্জিনাল ডাইচ ০-৩৩.৬ এবং ৫৯-২-০ ইনটোরিও টাইপ বেড়িবাধেঁর উচ্চতা সমতল ভূমি থেকে ৫০ মিটার এবং প্রস্থ্য ৮০ মিটার। ৩২টি স্লুইস গেটের মধ্যে (নতুন) ড্রেনেজ লিজেন্ট ১৩ টি ও ফ্লাসিং ১৯ টি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা মো. সাদেকুর রহমান জানান, চলমান কাজের মধ্যে বেড়িবাঁধের কাজ চলমান আছে। ড্রেনেজ লিজেন্ট ১৩ টি স্লুইস গেটের মধ্যে ইতিমধ্যে ৯ টি সমাপ্ত হয়েছে বাকিগুলো প্রক্রিয়াধীন। এদিকে ফ্লাসিং ১৯ টির মধ্যে ১ টি সমাপ্ত হয়েছে বাকিগুলোর কাজও প্রক্রিয়াধীন রয়েছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com