পানিতে ফুল ভাসিয়ে তিন পার্বত্য জেলায় শুরু হয়েছে বৈসাবি উৎসব। তবে করোনার কারণে এবার বর্ষবরণের আয়োজনটা সীমিত।
সোমবার (১২ এপ্রিল) ভোরে খাগড়াছড়ির চেঙ্গী নদীর পাড়ে জড়ো হন মারমা সম্প্রদায়ের নারী-পুরুষ। থালায় ফুল আর নৈবেদ্য সাজিয়ে পানিতে ভাসিয়ে শুরু হয় বৈসাবির তিন দিনের আনুষ্ঠানিকতা।
তবে অন্যান্য বছর ঐতিহ্যবাহী খেলাধুলাসহ সপ্তাহব্যাপী নানা আয়োজন থাকলেও এবার করোনার কারণে তেমন কর্মসূচি নেই।
এদিকে করোনা মুক্তির প্রার্থনায় কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসালেন রাঙ্গামাটির চাকমা জনগোষ্ঠীর সদস্যরা। বর্ণিল পোশাকে অংশ নেন আদিবাসী তরুণ-তরুণীরা। পুরনোকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এ আয়োজন বলে জানান তারা।
নদী বন্দর / এমকে