ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কম্বাইন হারভেষ্টার মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাছিবা খান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক কৃষিবিদ মো. রবিউল হক মজুমদার, কসবা উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগমসহ উপ-সহকারী কৃষি অফিসারগণ ও উপকারভোগী কৃষকরা।
উদ্বোধনী দিনে সৈয়দাবাদ গ্রামের ৫০ একর জমিতে চাষ করা সূবর্ণ-৩ হাইব্রিড বোরো কাটা হয়।
নদী বন্দর / জিকে