পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশে পৌঁছাতে হলে অবশ্যই নারীদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদেরও সমানতালে এগিয়ে যেতে হবে। তাহলেই নারীর ক্ষমতায়ন এবং নারী নেতৃত্বের বিকাশ ঘটবে।
শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে হোটেল গ্র্যান্ডপার্কে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ বিষয়ক বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমাদের রাজনৈতিক গুণগত মান পরিবর্তন করতে হবে। বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছেয়ে গেছে। বরিশালে আজকাল সন্ত্রাসীরা রাতারাতি রাজনৈতিক নেতা বনে যাচ্ছে। সন্ত্রাসের কারণে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই সন্ত্রাসের বিরুদ্ধে জোরাল হতে হবে।
বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম।
নদী বন্দর / এমকে