জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে দেশে নিয়ে আসা হচ্ছে রোববার (২০ ডিসেম্বর) দুপুর দেড়টায় ফ্লাইটে। তিনি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকায় পৌঁছাবেন।
শনিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি। তিনি জানান, বিমানবন্দর থেকে তাকে নেওয়া হবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে।
ক্যানসারে আক্রান্ত শ্বশুরের শারীরিক অবস্থা সম্পর্কে জেমি বলেছেন, ‘বাবার অবস্থা গতরাতের থেকে একটু ভালো। কারণ, সকালে আসাদুজ্জামান নূর আঙ্কেল, ফরিদুর রেজা সাগর আঙ্কেল, শাইখ সিরাজ আঙ্কেল, কনা আপুসহ অনেকেই ফোন দিয়েছিলেন। উনাদের সঙ্গে বাবা কথা বলেছেন, উনারা বাবাকে সাহস দিয়ে বলেছেন, দেশে ফিরলে উনি ঠিক হয়ে যাবেন। সেই থেকে বাবা একটু ভালো।’
চিকিৎসকের বরাতে জাহিদা ইসলাম জেমি আরও বলেছেন, ‘চিকিৎসকরা বাবাকে দেশে নিয়ে যাওয়ার ছাড়পত্র দিয়ে বলেছেন, দেখেন কী হয়। বাকিটা আল্লাহ ভরসা।’
দেশবাসীর কাছে আব্দুল কাদেরের সুস্থতার জন্য দোয়া চেয়ে জেমি আরও বলেন, উনার অবস্থা এখন যেমন আছে তেমন থাকলে ফ্লাই করতে বড় কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ডাক্তাররা। তারপরও ভয় হচ্ছে, এত লম্বা একটা জার্নি। সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন উনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
শুরুতে ব্যাকপেইন ছিল এ অভিনেতার। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে আশানুরূপ ফল না পাওয়ায় বাধ্য হয়ে দেশের বাইরে গেছেন। সিঙ্গাপুর যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে। দেশে পুরো শরীর সিটি স্ক্যান করে তার টিউমার ধরা পড়ে। তারপর চেন্নাই গিয়ে পরীক্ষা করে জানা যায়, তার প্যানক্রিসের ক্যানসার পুরো শরীরে ছড়িয়ে গেছে।
কাদেরের প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসার জটিল আকার ধারণ করলে ৮ ডিসেম্বর চেন্নাই নেওয়া হয়। বেশকিছু পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আব্দুল কাদের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন। এ ছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরিচিত মুখ তিনি। হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি তুমুল জনপ্রিয় টেলিভিশনের পর্দায়।
নদী বন্দর / পিকে