এবার বৈশাখেই কুড়িগ্রামে প্রবাহিত নদ-নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। এতে বিভিন্ন এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। জেলার ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদীতে পানি বাড়তে শুরু করায় ২৫টি স্পটে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ড ২৪ কিলোমিটার এলাকায় প্রতিরোধে কাজ করছে।
এরই মধ্যে বিভিন্ন স্থানে বালি ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। আগেভাগেই ভাঙন ঠেকানোর কাজ শুরু করায় কিছুটা স্বস্তিতে এলাকাবাসী। অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের আশা ভাঙন রোধে প্রতিরক্ষা কাজ ঠিকমতো হবে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, তিনটি পয়েন্টে ভাঙন রোধে কাজ চলছে। যেসব পয়েন্টে ঝুঁকি রয়েছে সেসব পয়েন্টে কাজ অব্যাহত থাকবে।
জেলায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্পে অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় ১৯ কিলোমিটার বালি ভর্তি জিও ব্যাগ এবং পাঁচ কিলোমিটার সিসি ব্লক ফেলা হচ্ছে।
নদী বন্দর / এমকে