বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
রোববার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে র্যালির আয়োজন করেন কৃষিবিদরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগ দেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। সেখানেই তিনি এ মন্তব্য করেন।
এ সময় মন্ত্রী বলেন, পাকিস্তানের দোসররা পরিকল্পিতভাবে বাংলাদেশেকে পাকিস্তান বানানোর অপচেষ্টা চালাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। প্রয়োজনে এই অপশক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। তাদের মূল উৎপাটন করতে হবে।
নদী বন্দর / পিকে