1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বাংলাদেশে মোবাইল ফোন তৈরি করবে নোকিয়া - Nadibandar.com
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ১৬০ বার পঠিত

বাংলাদেশে প্রথমবারের মতো মোবাইল ফোন উৎপাদন করতে যাচ্ছে নোকিয়া। নোকিয়ার মূল সংস্থা এইচএমডি গ্লোবালের ব্যবসায়িক বিভাগের প্রধান ফারহান রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৭ সালে বাংলাদেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন শিল্প যাত্রা শুরু করে। ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনই দেশে প্রথম ফোন উৎপাদন শুরু করেছিল।

এরপর থেকে স্যামসাং, সিম্ফোনি, ওপ্পো, রিয়েলমিসহ মোট ১০টি ব্র্যান্ড দেশে মোবাইল ফোন উৎপাদন করতে শুরু করে।

এই ব্র্যান্ডগুলো স্থানীয় বাজারে ৮৫ শতাংশ স্মার্টফোন উৎপাদন করে। তারা ৫৫ শতাংশ স্মার্টফোন ও ফিচার ফোনের স্থানীয় চাহিদা পূরণ করে থাকে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবছরে দেশে মোবাইল হ্যান্ডসেটের মোট উৎপাদন ও আমদানি ছিল ২৯ দশমিক ৪৮ মিলিয়ন ইউনিট। এর মধ্যে ১৬ দশমিক ২১ মিলিয়ন ইউনিট স্থানীয়ভাবে ১০টি সংস্থা তৈরি করেছিল। আর বাকি ১৩ দশমিক ২৭ মিলিয়ন ইউনিট আমদানি করা হয়েছিল।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com