1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ভারতে ২ বছর কারাভোগের পর দেশে ফিরল ১৯ বাংলাদেশি - Nadibandar.com
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে ডিইউজের উদ্বেগ প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে দখলদাররা যত প্রভাবশালী হোক, ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান জুলাই বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় দুই হাজার কোটি টাকা
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ১৮৪ বার পঠিত

ভারতে ২ বছর কারাভোগের পর ১৯ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল চেকপোস্ট দিয়ে রোববার রাতে দেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। রোববার রাতেই সকল অনুষ্ঠানিকতা শেষে নারী-পুরুষদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

তারা হলেন- মরিয়ম খাতুন (২০), ফাতিমা আক্তার (২২), খাদিজা পারভিন  (২৩), সোনিয়া বেগম (২৩), শেফালি খাতুন (৩০), শারমিন খাতুন (২১),  রিমা বেগম (১৮), তানিয়া খানম (২০), রহিমা খাতুন (২১), নাসরিন (১৯), বিউটি খাতুন (২০), রুনা বেগম (২১), রোমেনা খানম (২২), শিল্পী বেগম (২৩), আসমা (২০), পলি খানম (২২), আফরোজা খাতুন (২৩), আজাদুল ইসলাম (২১) ও রুবেল রানা (২৩)।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উদ্দিন জানান, ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে গত আড়াই বছর আগে অবৈধপথে ভারতে যায় তারা। ভারতের মুম্বাই শহরে গৃহকর্মীর কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। আদালত তাদের ২ বছরের সাজা দেন। সাজার মেয়াদ শেষে সেখান থেকে রেসকিউ ফাউন্ডেশন নামক একটি এনজিও সংস্থা তাদের মুক্ত করে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ রাতে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে এনজিও সংস্থা রাইটস যশোর ৫ জন ও জাস্টিস এন্ড কেয়ার ১৪ জনকে গ্রহণ করেছে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com