ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল পালপাড়া রাধাগোবিন্দ মন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় প্রতিমা থেকে অলঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা।
গতকাল রোববার রাতের কোনও একসময় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
মন্দিরের দায়িত্বে থাকা গোপাল পাল জানান, সোমবার সকালে এলাকার ভক্তবৃন্দরা মন্দিরে প্রণাম করতে এলে মন্দিরের ভেতরে গৌর-নিতাইর দুটি প্রতিমা ভাংচুর অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি আমাদের জানান। আমরা মন্দিরে গিয়ে দেখতে পাই দুটি প্রতিমা ভেঙে ফেলে রাখা হয়েছে। পাশে রাধা-কৃষ্ণ প্রতিমার মুখমণ্ডল আগুনে ঝলসানো রয়েছে।
এ সময় গৌর-নিতাই প্রতিমার কপালে থাকা দুটি স্বর্ণের টিপ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশকে জানাই। তিনি জানান, এর আগেও দুইবার এ মন্দিরে এ ধরনের ঘটনা ঘটেছে।
এদিকে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম।
ওসি সিরাজুল ইসলাম বলেন, এটা কোনও সাম্প্রদায়িক ঘটনা নয়। এর আগেও এই মন্দিরে একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিমায় থাকা স্বর্ণের অলঙ্কার চুরির উদ্দেশে এ ঘটনা ঘটেছে।
নদী বন্দর / পিকে