নদী-খাল বিলের তরতাজা মাছের স্বাদ সবাই নিতে চায়। মাছে-ভাতে বাঙালির তাই মাছ কেনার আগ্রহও বেশ। সুস্বাদু এ মাছের চাহিদায় রাজশাহীর হড়গ্রামে খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের হাঁকডাকে প্রতিদিন জমে উঠে বাজার। পাওয়া যায় পুকুরের চাষের মাছও। ভোরের আলো ফুটতেই শুরু হয় বেচাকেনা।
মাছের সরবরাহ ভালো। মিলছে চিতল, বাঘাইড়, পাবদা, ট্যাংরা,পাঙাশসহ ছোট-বড় নানা ধরনের নদীর মাছ। মাছ কিনতে ভিড় করছেন দূর-দূরান্ত থেকে আসা পাইকার ও ক্রেতারা। দাম নাগালে থাকায় খুশি তারা।
ক্রেতারা জানান, এখানে দেশীয় মাছগুলো পাওয়া যায়। সে জন্য এই বাজারে আসি। আর অনেক কম দামে মাছও কেনা যায়।
বাজারে অবকাঠামোগত নানা সমস্যার ক্ষুব্ধ আড়তদাররা।
রাজশাহী হড়গ্রাম মাছবাজার সহসভাপতি আবদুস সাত্তার বলেন, এই বাজার থেকে সরকার রাজস্ব আদায় করেন কিন্তু বাজারের কোনো উন্নয়ন হয় না।
নদীর মাছের চাহিদা বেশি থাকায় শহরের অন্তত ৫০টি বাজারের খুচরা ব্যবসায়ীরা আসেন এ আড়তে। আর প্রতিদিন নদী ও পুকুরের প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছের বেচাকেনা হয়।
নদী বন্দর / এমকে