ঈদুল ফিতরের তিনদিনের ছুটি শেষে রোববার (১৬ মে) অন্যান্য অফিসের ন্যায় খুলেছে ব্যাংক। তবে ব্যাংক পাড়া খোলা থাকলেও গ্রাহকের উপস্থিতি তেমন দেখা যায়নি। ব্যাংকগুলোতে গ্রাহক না থাকায় অনেকটা ফাঁকাই দেখা যায় কাউন্টারগুলো। এ সু্যোগে কর্মকর্তা-কর্মচারীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন নিজেদের মধ্যে।
গত শুক্রবার (১৪ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে আগে থেকেই সরকারের নির্দেশনা ছিল ঈদের ছুটিতে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে থাকতে হবে। একইসঙ্গে ঈদের ছুটি একদিন কমিয়েও দেয়া হয়েছে। গত বুধবার ২৯ রজমানও অফিস খোলা ছিল। গত বৃহস্পতিবার (১৩ মে) থেকে ঈদের ছুটি শুরু হয়, তা শেষ হয় শনিবার (১৫ মে)।
রোববার সকাল থেকেই ব্যাংকগুলোতে গ্রাহকের উপস্থিতি তেমন ছিল না বললেই চলে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগেই গ্রাহকরা লেনদেন সম্পন্ন করেছেন। অতি জরুরি প্রয়োজনে এখন কিছু গ্রাহক ব্যাংকমুখী হচ্ছেন। তা ছাড়া অনেক গ্রাহক ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন, তাই আজ গ্রাহক কম। দুই/একদিনের মধ্যেই স্বাভাবিক হওয়ার আশা তাদের।
এ বিষয়ে সোনালী ব্যাংক মতিঝিল শাখার এক কর্মকর্তা বলেন, ‘সাধারণত ঈদের পরদিন ব্যাংকে তেমন গ্রাহক থাকে না। তবে গ্রাহক না থাকলেও কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে চলে আসেন। ঈদ কেমন কাটলো, কোথায় কীভাবে ঈদ করলেন এ নিয়ে সবার মধ্যে কথা হয়, শুভেচ্ছা বিনিময় হয়। আশা করা যাচ্ছে আগামীকাল-পরশু আবারও লেনদেন আগের মতো হবে।’
নদী বন্দর / পিকে