নাগেশ্বরীতে বাড়ছে দানা জাতীয় খাদ্য কাউনের চাষ। অল্প পরিশ্রম ও স্বল্পব্যয়ে লাভবান হওয়ায় দিনদিন এ চাষ বাড়ছে।
চলতি মৌসুমে উপজেলার দুধকুমার নদীর চরাঞ্চল বামনডাঙ্গা, বল্লভের খাস ইউনিয়ন এবং গঙ্গাধর নদীর চরাঞ্চলে কাউন চাষ হয়েছে। কৃষক আব্দুল মালেক জানান, দুই বিঘা অনাবাদী জমিতে কাউন বুনেছেন। ফলন ভালো হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, এবার নাগেশ্বরী উপজেলার বিভিন্ন চরাঞ্চলে ১৮ হেক্টর জমিতে দেশি জাতের কাউন আবাদ হয়েছে। দিনদিন এ চাষ বাড়ছে। খড়া মৌসুমের আবাদযোগ্য এ ফসল চাষে চরাঞ্চলের কৃষকরা লাভবান হচ্ছেন।
নদী বন্দর / এমকে