রাজধানীর মিরপুর সাংবাদিক আবাসিক এলাকার পাশে কালশী বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার জীবন মিয়া গণমাধ্যমকে বলেন, দুপুর ১টা ৫৫ মিনিটে ওই বস্তিতে আগুন লাগে। এ খবর পেয়ে ঘটনাস্থলে ৬ ইউনিট পাঠানো হয়েছে।
এর আগে গেল ২৭ নভেম্বর দিনগত রাতে মিরপুরের কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়ার বস্তিতে আগুন লেগে বহু ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নদী বন্দর / জিকে