চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আগাম বাজারজাত করায় ১৯৭ ক্যারেট (১২৫মণ) আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে কানসাট মিলিক মোড়ের শাহিন ট্রান্সপোর্টের গোডাউন থেকে আমগুলো জব্দ করা হয়।
এর মধ্যে ৪৫ ক্যারেট আম থানায় আনা হয়েছে। বাকি ১৫২ ক্যারেট আম গোডাউনে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারের বেঁধে দেয়া নিদিষ্ট সময়ের আগেই আম বাজারজাত করায় খিরসাপাত, লখনা, গুটি ও ন্যাগড়াসহ বিভিন্ন জাতের ১৯৭ ক্যারেট আম জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
তবে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ট্রান্সপোর্টের তত্ত্বাধিকারী কানসাট কলনী এলাকার আমিনুল ইসলামের ছেলে শাহিন আলী। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি বিষয়টি নিশ্চিত করেন।
নদী বন্দর / জিকে