করোনার কারণে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন শত শত যাত্রী। যাত্রার শেষ মুহূর্তের এই দুর্ভোগে ক্ষোভে ফেটে পড়েন তারা। ভিসা এবং আকামার মেয়াদ শেষ হওয়া নিয়েও রয়েছে দুশ্চিন্তা। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, পুনরায় ফ্লাইট চালু হলে বুকিং দেওয়া টিকিটের জন্য নতুন করে টাকা খরচ করতে হবে না যাত্রীদের।
করোনায় সৌদি আরবে বিমান চলাচল বন্ধের জেরে প্রবাসীদের জটিলতার রেস কাটতে না কাটতে আবারো আন্তর্জাতিক সব ফ্লাইটে নিষেধাজ্ঞা দিল সৌদির জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)।
সোমবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ডিসেম্বর মধ্যরাত থেকে আগামী এক সপ্তাহের জন্য সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই বন্ধের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে।
এতে কর্মস্থলে ফেরা নিয়ে শঙ্কায় পড়েছেন প্রবাসীরা। ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি তাদের।
প্রবাসীরা জানান, অনেক টাকা দিয়ে টিকেট কেটেছি। এ ছাড়াও কোভিড টেস্ট করে এখানে এসে শুনি সৌদি আরবে ফ্লাইট চলাচল বন্ধ।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, নিষেধাজ্ঞার কারণে গত এক সপ্তাহে ৪২টি ফ্লাইট বাতিল হয়েছে। সৌদি ও বাংলাদেশে ১১ হাজার যাত্রী আটকা পড়েছে। যদি ফ্লাইট পুনরায় চালু হয়, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের টিকিট দেওয়া হবে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে সৌদিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি ত্যাগ করতে পারবে। তবে, কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
নদী বন্দর / পিকে