ফেসবুকের মেসেঞ্জারে কথা কাটাকাটির জের ধরে মাদারীপুর সদর উপজেলায় একাধিক বাড়ি ভাঙচুর করেছে প্রতিপক্ষ।
এ ঘটনায় সোমবার (২৪ মে) সকালে সদর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। রোববার (২৩ মে) রাতে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার রাতে উত্তর কাউয়াকুড়ি গ্রামের আজগর ব্যাপারীর ছেলে রাজির ব্যাপারীর সঙ্গে খলিল মাতুব্বরের ছেলে রাকিব মাতুব্বরের ফেসবুকে মেসেঞ্জারে কথা কাটাকাটি হয়। এরই জেরে রাত ৯টার দিকে রাজিব ব্যাপারীকে একা পেয়ে জলিল মাতুব্বরের ছেলে ইমামুল মাতুব্বর, তৈয়াবালী মাতুব্বরের ছেলে পলাশ, লিটন মাতুব্বরের ছেলে ইমন বেদম মারধর করে।
পরে প্রতিপক্ষরা রাজির ব্যাপারী, আজগর ব্যাপারী, সেলিশ আকন, হালিম আকন, গাউস ব্যাপারী, আহমদ মাতুব্বরের অন্তত ১০টি ঘর ভাঙচুর করে। এ ঘটনায় রাতেই সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার সকালেও পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী রাজিব ব্যাপারী বলেন, ‘আমার সঙ্গে ফেসবুক ম্যাসেঞ্জারে সামান্য কথা কাটাকাটি হয়। এতে রাকিব মাতুব্বর ওর গ্রুপ নিয়ে আমার ওপর হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হই। পরে তারাই আবার আমাদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এতে বেশ কয়েকটা ঘর তছনছ করে দেয় তারা। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দিয়েছি।’
অভিযুক্ত রাকিব ব্যাপারীসহ কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তবে রাকিবের মা বলেন, ‘আমি কিছুই জানি না। পোলাপান কি করেছে তারা জানে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান মিঞা বলেন, ‘ঘটনাটি জেনে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। লিখিত অভিযোগ পেয়েছি, ব্যবস্থা নেয়া হবে।’
নদী বন্দর / বিএফ