বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পাথরবোঝাই লাইটার জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনীর ২টি হেলিকপ্টার। বুধবার (২৬ মে) বঙ্গপসাগরে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পরে সন্ধান পাওয়া যায় জাহাজটির। পরে সেখান থেকে তাদের উদ্ধার করা হয়।
গত ২৫ মে রাতে চট্টগ্রাম বন্দর থেকে ভাঙা পাথর নিয়ে ঢাকায় যাওয়ার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে যায় এমভি সানভ্যালি-৪ লাইটার জাহাজ। পরে জাহাজটিতে আটক পড়া নাবিকরা সাহায্যের আকুতি জানান। এমন খবরে উদ্ধার অভিযানে যায়, বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি হেলিকপ্টার।
সকালে টানা কয়েক ঘণ্টার অভিযানের পর তাদের সন্ধান যায় বিমান বাহিনীর সদস্যরা। সেখান থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যায় হয়। পরে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
নদী বন্দর / এমকে