বরিশালে গত তিন দিন বৃষ্টি না হওয়ায় অসহ্য গরম পড়েছিল। অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। এক পসলা বৃষ্টির অপেক্ষা ছিল সবার। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে।
সোমবার (৩১ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কিছু সময় বিরতি দিয়ে বরিশাল শহরে মুষলধারে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে প্রশান্তি আসে গরমে হাঁপিয়ে ওঠা নগরবাসীর মধ্যে।
বৃষ্টির আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সময় তাপমাত্রা নেমে আসে ২৫ ডিগ্রি সেলসিয়াসে। রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. আনিসুর রহমান জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃহস্পতিবার বৃষ্টি হয়েছিল। এরপর গত তিন দিন বরিশালে বৃষ্টি হয়নি। স্বাভাবিকের তুলনায় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল বেশি। এতে গরম বেশি অনুভূত হয়েছে। আজ বৃষ্টিতে তাপমাত্রা কমেছে।
এ আবহাওয়াবিদ জানান, সঞ্চলনশীল বজ্র মেঘ মালার কারণে বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বরিশালে ৬৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।