1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
যে ৭ কারণে বেশিরভাগ সম্পর্কই টেকে না - Nadibandar.com
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘যুবদের জনসম্পদে রূপান্তরে জুলাই গণ-অভ্যুত্থানে গঠিত সরকার অঙ্গীকারবদ্ধ’ ভারী বর্ষণ ও ঝড় নিয়ে আবহাওয়ার নতুন পূর্বাভাস সিআইডিতে অভিনয় করে এপিসোড প্রতি কত টাকা নেন দয়া-অভিজিৎরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ পরিবেশ উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক পদক্ষেপের প্রশংসা একুশে আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব চুক্তির দ্বিতীয় দফা আলোচনা শুরু হচ্ছে আজ বঙ্গোপসাগরে দুই ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় অন্যতম আসামি নান্নু গ্রেফতার যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ১৬৩ বার পঠিত

কেউই চায় না যত্নে গড়া ভালোবাসার সম্পর্কটি এক মুহূর্তেই ভেঙে যাক। তবে বাস্তবতা ভিন্ন হয়ে থাকে! তাইতো সামান্য কিছু কারণেই প্রেম সফল হয় না বা পরিণতি পায় না। এক্ষেত্রে কখনো একজনকে দোষারোপ করা ঠিক নয়। একটি প্রেমের সম্পর্ক যেমন দু’জনের সম্মতিতেই গড়ে ওঠে; ঠিক তেমনই সম্পর্ক ভেঙে যাওয়ার দায় ও দু’জনের উপরই পড়ে।

সম্পর্কে কেউ ব্যর্থ হতে চায় না। অনেক সময় সব রকম প্রচেষ্টা করেও সম্পর্ক টেকানো যায় না। এ বিষয়ে দু’জনের মনেই একই ভাবনার উদ্রেগ ঘটে। তবে এ প্রশ্নের উত্তর খুবই কঠিন। কারণ সম্পর্ক টিকিয়ে রাখাটা যেমন জটিল আবার তেমনই আপেক্ষিক। তবে বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ সম্পর্ক ব্যর্থ হয় ৭টি কারণে। জেনে নিন সেগুলো কী?

jagonews24

>> অনেকেই আছেন সঙ্গীর ভুল ও খুঁত ধরেন সবসময়। মনে রাখবেন, একেকজনের চিন্তা-ভাবনা ও মতাদর্শ ভিন্ন। তাই সঙ্গীর ব্যক্তিত্ব নিয়ে কখনো প্রশ্ন তুলবেন না। এমনকি তার চেহারা, চলাফেরা, কথাবার্তা ইত্যাদি পরিবর্তন করা বা যেকোনো বিষয়ে খুঁত ধরার আগে দুইবার ভাবুন।

>> বর্তমান দেখে কখনো কারও ভবিষ্যত সম্পর্কে জানা যায় না। আজকে কেউ গরীব তো কাল সে ধনী-এমন নজির অনেক আছে। তাই সঙ্গীর অবস্থান ছোট হলেও সেটি মেনে নিন। তাকে ভালো কিছু করার উৎসাহ দিতে হবে। তাই বলে তাকে অবজ্ঞা বা হেয় প্রতিপন্ন করবেন না।

jagonews24

>> একটি সম্পর্ক টেকসই করতে আস্থা এবং আনুগত্য অপরিহার্য। এজন্য সঙ্গী যাতে আপনাকে বিশ্বাস করতে পারে, তা নিশ্চিত করুন। মনে রাখবেন, আপনি যদি সম্পর্কে সৎ থাকেন; তাহলে আপনার সঙ্গীও কখনো আপনার সঙ্গে প্রতারণা করবেন না।

>> বেশিরভাগ ব্রেকআপ এবং ডিভোর্সের অন্যতম কারণ হলো যোগাযোগে অনীহা বা কম যোগাযোগ করা। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, সঙ্গীর খোঁজ নিন কিছুক্ষণ পরপরই। সঙ্গীর সঙ্গে যোগাযোগের বিষয়ে বেশিরভাগ মানুষই অবজ্ঞা করেন। যোগাযোগের অভাবে ভালো সম্পর্কও নষ্ট হয়ে যায়। সঙ্গী যেন কখনোই অভিযোগ না করেন, ‘তুমি তো আমার খোঁজই নাও না সারাদিন’!

jagonews24

>> সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। তার ভালো-মন্দকে প্রাধান্য দিতে হবে। তবেই একটি সম্পর্ক বিকশিত হবে। একটি সম্পর্ক বিকাশের জন্য সময় প্রয়োজন। সঙ্গীকে যত বেশি সময় দিবেন; আপনাদের সম্পর্কে আস্থা ও বিশ্বসও বাড়বে।

jagonews24

>> বেশিরভাগ সম্পর্কই অহংকার বা নার্সিসিজমের কারণে ভেঙে যায়। নিজের আদর্শকেই শ্রেষ্ঠ ভাবার অভ্যাস ত্যাগ করুন। সঙ্গীর সিদ্ধান্ত এমনকি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। নিজের সিদ্ধান্ত কখনো কারও উপর চাপিয়ে দিবেন না।

jagonews24

>> আর্থিক সমস্যার কারণেও একটি সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আর্থিক সমস্যার কারণে মানুষ নিজেকে অসুরক্ষিত বলে মনে করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com