রাজারহাটের মেকুরটারী গ্রামে বস্তায় চাষ করা হচ্ছে মসলা জাতীয় ফসল আদা। ঐ গ্রামের মো. সাজেদুল ইসলাম (৪০) এ পদ্ধতিতে আদা চাষ করছেন। সাজেদুল পেশায় একজন প্রভাষক।
তিনি জানান, আমি কৃষি অফিসের পরামর্শে বস্তায় আদা লাগিয়েছি। দিনে দিনে চারাগুলো পরিপক্ব হচ্ছে। মেকুরটারী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা দিলদার হোসেন জানান, প্রতি বস্তায় বীজ আদা রোপণ করে দুই-তিন কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার জানান, বসতবাড়িতে কিংবা পরিত্যক্ত জায়গায় বস্তা পদ্ধতিতে চাষ করতে আমরা আমাদের প্রশিক্ষণ কর্মশালাগুলোতে পরামর্শ দিয়ে যাচ্ছি।
নদী বন্দর / বিএফ