সুস্বাদু মাছ ঢাই। কিন্তু সচরাচর এর দেখা মেলে না। সহজে ধরা পড়ে না জালেও। তবে বুধবার (২ জুন) রাতে পদ্মা নদীতে নুরুল হালদারের জালে ধরা পড়ে বিরল প্রজাতির এই মাছ।
বৃহস্পতিবার (৩ জুন) সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের মোহন মন্ডলের আড়তে বিক্রি জন্য নিয়ে যান তিনি। সাড়ে ৭ কেজি ওজনের মাছটি ২ হাজার ৮ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। পরে তিনি ৩ হাজার টাকা কেজি দরে ২২ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ‘ঢাই মাছ এখন আর সহজে পাওয়া যায় না। দীর্ঘ দিন পর একটি ঢাই মাছ দেখলাম। তাই মাছটি কিনে নিলাম। পরে ঢাকায় ৩ হাজার টাকা কেজি দরে সাড়ে ২২ হাজার টাকায় বিক্রি করে দিই।’
নদী বন্দর / এসকে