ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে গত মঙ্গলবার ছাত্রলীগের হামলাকে ‘পৈশাচিক’ অ্যাখ্যা দিয়ে তার নিন্দা জানিয়েছে ছাত্রদল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগকে রাজপথে মোকাবিলার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও ঢাবি শাখা নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বৃহস্পতিবার (৩ জুন) সকালে এই ঘোষণা দেন ছাত্রদলের ঢাবি শাখার নেতৃবৃন্দ। এর আগে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
সমাবেশে ছাত্রদলের ঢাবি শাখার প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় ঢাবি ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘গত পরশু টিএসসিতে প্রকাশ্যে ছাত্রলীগ যে পৈশাচিক হামলা চালিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তার নিন্দা ও প্রতিবাদ জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়,জেলা ও উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রলীগকে রাজপথেই মোকাবিলা করার দৃঢ় প্রতিক্রিয়া ব্যক্ত করছে। আমাদের নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মো. আমানউল্লাহ আমান বলেন, ‘ছাত্রলীগ ছাত্ররাজনীতির সকল ঐতিহ্য, শিষ্টাচার লঙ্ঘন করেছে, তাদের আচরণে কোনোভাবেই মনে হয় না যে তারা ছাত্রসংগঠন। ক্যাম্পাসে বিরোধী মতের কেউই এখন পর্যন্ত তাদের হিংস্রতা থেকে রেহাই পায়নি। তারা যদি এই বর্বরতার পথ পরিহার না অচিরেই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের গণপ্রতিরোধের মুখে পড়বে।’