এখন প্রায় সবাই যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। অফিসের জরুরি মিটিং থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডা সব কিছুই হোয়াটসঅ্যাপে করা যাচ্ছে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধার মধ্যে রয়েছে এর কল রেকর্ডিংয়ের সুযোগ নেই। তবে একটু মাথা খাটালেই কল রেকর্ড করতে পারবেন অনায়াসেই। জেনে নিন হোয়াটঅ্যাপের কল রেকর্ড করার সহজ উপায়।
হোয়াটসঅ্যাপের কল রেকর্ড অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে করতে হলে, কল করে ফোনটা লাউড স্পিকারে রাখতে হবে। তারপর ফোনে থাকা ভয়েস রেকর্ডার অ্যাপটি ওপেন করবেন। সেখানে কল রেকর্ডিং অপশনটিতে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ কলটি রেকর্ড হয়ে যাবে।
নদী বন্দর / পিকে