1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ইন্টারনেট সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু - Nadibandar.com
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১৬২ বার পঠিত

কোচিং সেন্টারে নেয়া ইন্টারনেট সংযোগ খুলতে গিয়ে বগুড়ার শেরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রকি খান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) দুপুরের দিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। রকি উপজেলার সুঘাট ইউনিয়নের সুঘাট গ্রামের মাহবুব খানের ছেলে এবং স্থানীয় ফুলজোড় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, স্কুলছাত্র রকি খান ও তার বন্ধুরা মিলে একই ইউনিয়নের আওলাকান্দি বাজারে একটি কোচিং সেন্টার খুলেন। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়াত তারা।

সেখানে ওয়াইফাই সংযোগ লাগিয়ে জনসাধারণের জন্য ইন্টারনেট সেবা চালু করে তারা। তাদেরকে নানাবিধ কাজকর্ম করে দিত তারা।

তবে করোনা সংক্রমণ পরিস্থিতিতে সরকারিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলো বন্ধ ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় এই কোচিং সেন্টারটির কার্যক্রমও বন্ধ করে দেয় তারা। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ঘরভাড়া বকেয়া পড়ে যায়। এমনকি বকেয়া ভাড়া পরিশোধে ব্যর্থ হয়ে কোচিং সেন্টার বিলুপ্ত ঘোষণা দিয়ে ঘর ছেড়ে দেয়।

মঙ্গলবার সকাল ১০টা থেকে রকি খানসহ তার বন্ধুরা ওই ঘর থেকে মালামালগুলো সরিয়ে নিচ্ছিল। একপর্যায়ে কোচিং সেন্টারে নেয়া ওয়াইফাই সংযোগ খুলতে গিয়ে স্কুলছাত্র রকি খান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বর্মন বলেন, ‘স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।’

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com