মাদারীপুরের রাজৈরের আলমদস্তা নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২) রাতে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৩ ডিসেম্বর) ভোর ও সকালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হচ্ছেন- রাজৈর উপজেলার দ্বারাদিয়া গ্রামের আলেম হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (১৭), ইসলাম মুন্সীর পুত্র অনিক মুন্সী (২০) ও সাকিল মুন্সী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রাজৈর উপজেলার আলমদস্তা নামকস্থানে ট্রাক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভোরে দুইজন এবং সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সাদি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নদী বন্দর / পিকে