চলছে বর্ষাকাল। প্রতিদিনই হচ্ছে বৃষ্টি। বৃষ্টির পানিতে খাল-বিল, পুকুর, মাঠ-ঘাটে জমছে পানি। বৃষ্টির নতুন পানি পেয়ে ব্যাঙেরা বসিয়েছে মেলা। ব্যাঙের ডাকে মুখরিত হয়ে ওঠে চারদিক। তবে এখনকার সময়ে গ্রামাঞ্চলে ব্যাঙের এমন দৃশ্য আর ডাকাডাকি খুব একটা চোখে পড়ে না।
বুধবার (১৭ জুন) ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে ব্যাশদী গ্রামের মাঠে বৃষ্টিতে জমে থাকা পানিতে জড়ো হয়ে ব্যাঙের ডাকাডাকি যেন মনে করিয়ে দেয় সেই পুরনো ঐতিহ্যের কথা।
ব্যাশদি গ্রামের বাসিন্দারা জানান, এমন দৃশ্য আগে দেখা যেত। এখন ব্যাঙই তো ঠিকমতো দেখা যায় না। অনেকদিন পরে ব্যাঙের মেলা আর ডাকাডাকিতে আবহমান সেই পল্লীর প্রকৃত রূপ দেখা মিলেছে।
এ বিষয়ে মধুখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস বলেন, ‘এখন অনেক ধরনের ব্যাঙ দেখা যায় না, বিলুপ্ত হয়ে গেছে। একসঙ্গে এতো ব্যাঙও কম দেখা যায়। এখন বর্ষাকাল, বৃষ্টির সময় ব্যাঙদের প্রজনন মৌসুম। এ ব্যাঙগুলোর নাম সোনা ব্যাঙ। হলুদ রঙের ব্যাঙগুলো পুরুষ আর সবুজ রঙের ব্যাঙগুলো মেয়ে ব্যাঙ। আর হলুদ রঙের পুরুষ ব্যাঙগুলোই ডাকাডাকি করে।’
নদী বন্দর / পিকে