1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বর্ষাকালে ছাদ বাগানের যত্ন নেবেন যেভাবে - Nadibandar.com
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৫১ বার পঠিত

আবারও এসেছে বর্ষাকাল। এই সময়ে প্রায়ই টানা বৃষ্টি হবে। আবার মাঝে মধ্যে প্রচণ্ড রোদেরও দেখা মিলবে। বর্ষাকালে আপনার ছাদের টবের গাছগুলোর সুরক্ষার জন্য বিশেষভাবে যত্নবান হওয়া প্রয়োজন। যত্ন না নিলে আপনার গাছের নানান সমস্যা হতে পারে। সেই সঙ্গে লাগাতে পারেন নতুন কিছু গাছ। বর্ষায় বাগানের পরিচর্যা বিষয়ে জেনে নিন নতুন কিছু তথ্য।

বর্ষায় আপনার বাগান সবসময় ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কেননা অতি বর্ষণের জন্য পোকা-মাকড় বাগানে আশ্রয় নিতে পারে।

Fooftop-(5).jpg

একটি টব থেকে আরেকটি টবের মাঝে যেন কিছুটা ফাঁক থাকে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। কারণ বেশি ঘন করে টব রাখলে পোকামাকড় আশ্রয় নেওয়ার আশঙ্কা থাকে।

অবিরাম বর্ষণের ফলে টবে অথবা বাগানে পানি জমতে পারে। বাগানে অনেক গাছ আছে, যেগুলো অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। তাই সেসব গাছের টবে পর্যাপ্ত পরিমাণে যাতে পানি না জমে, সে বিষয়ে দৃষ্টি দিতে হবে।

যেসব গাছের জন্য পানি বেশি প্রয়োজন, সেগুলো এমন স্থানে রাখুন যাতে বৃষ্টির পানি পর্যাপ্ত পরিমাণে পায়।

Fooftop-(5).jpg

অনেক সময় দেখা যায়, মাটির ওপর টব রাখা হলে বৃষ্টির কারণে পিঁপড়া বা কেঁচো সেখানে আশ্রয় নেয়। পরে টবে বা গাছের গোড়ায় স্থায়ী বাসা বানিয়ে আস্তে আস্তে গাছের ক্ষতি করে। তাই বৃষ্টির পরপরই এগুলো নির্মূলের ব্যবস্থা করতে হবে।

বর্ষাকালে স্যাঁতসেঁতে, ভেজা আবহাওয়ায় বাগান, ছাদ বা টবের গাছের গোড়ায় শ্যাওলা ও পরজীবী উদ্ভিদ জন্ম নিতে পারে। এসব পরজীবী গাছের খাদ্যরস শুষে নিয়ে গাছের ক্ষতি করতে পারে। তাই এসব পরিষ্কার করতে হবে।

Fooftop-(5).jpg

আপনার বাগান বা টবে লাগানো গাছের সমস্যা সমাধানের জন্য প্রয়োজনে কৃষিবিদ বা উদ্যান বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিতে পারেন।

বর্ষার পানি জমে মশার জন্য এক নতুন আবাসভূমি তৈরি করে। তাই এই সময়ে টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা উচিত।

বর্ষায় যেহেতু রোদ কম থাকে তাই অনেক গাছেরই রোদের প্রয়োজন হতে পারে। এজন্য ছোট টবগুলো সামান্য রোদ উঠলেই খোলা আকাশের নিচে এনে রাখা উচিত।

নদী বন্দর / সিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com