কনকনে বাতাস ও কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোরে কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে যান বাহনগুলোকে চলাচল করতে দেখো গেছে।
তীব্র ঠাণ্ডার কারণে খেটে খাওয়া লোকজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছে না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছে। দ্রুত সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন নিম্ন আয়ের লোকজন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠা-নামা করছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
নদী বন্দর / এমকে