উজান থেকে পানি নামার কারণে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর বাড়ি বাড়ছে। ইতোমধ্যে সুনামগঞ্জের যাদুকাটা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অঞ্চলের আরেকটি নদী সুরমার পানিও বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, যাদুকাটা নদীর পানি সুনামগঞ্জের লাউরেরগড়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই নদীর পানি ৯১ সেন্টিমিটার বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় সুরমা নদী সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনার পানি বাড়ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানিও বাড়ছে, অন্যদিকে, পদ্মা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে। যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার (ঊর্ধ্ব) মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এই পানি বৃদ্ধির ধারা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ৭২ ঘণ্টা দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল এবং কাছাকাছি ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের স্থানগুলোতে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। এর ফলে এই সময়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র, উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা প্রধান নদীগুলোর পানি সমতল সময়বিশেষে দ্রুত বাড়তে পারে।
নদী বন্দর / সিএফ