নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কংস নদের জারিয়া পয়েন্টে পানি বেড়েছে।
কংস নদের পানি বিপৎসীমার অন্তত ১০ সেন্টেমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত বলেন, সোমেশ্বরী নদীর পানি কমলেও জেলার অন্যান্য নদ-নদীর পানিই ধিরে ধিরে বাড়ছে। এর মধ্যে কংস নদের পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৫৫ মিটার, সেখানে প্রবাহিত হচ্ছে ১০ দশমিক ৬৫ মিটার।
এদিকে অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জেলার কলমাকান্দা, দুর্গাপুর, মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরি উপজেলার বেশ কিছু নিচু এলাকার রাস্তাঘাট, বীজতলা ও পুকুর তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়ে প্রায় ১০ হাজারের মতো মানুষ।
স্থানীয়রা বলছেন, পানি বাড়তে থাকলে বন্যা হতে পারে।
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানান, পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। কিছু উপজেলার নিচু এলাকায় বীজতলা, পুকুর ও রাস্তাঘাটে পানি এসেছে। তবে বৃষ্টি না হলে হয়তো এসব পানি নেমে যাবে।