গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।
বুধবার (৭ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের হাফিজুর রহমান (৫০), আব্দুল কাদির (৬০) ও মোফাজ্জল হোসেন (৬২)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়ার আবুল কাশেম (৭৫), নেত্রকোনা সদরের হেনা পাল (৫৭), গাজীপুর শ্রীপুরের লিয়াকত আলী (৩০), টাঙ্গাইলের আনোয়ারা (৭০)।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘করোনা ইউনিটের আইসিইউতে ১৯ জনসহ মোট ৩৪১ জন চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।’
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৭২১ টি নমুনা পরীক্ষায় ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।