রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে ১২ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. আবু হামজা মাছটি আট হাজার ৯০০ টাকায় কেনে নেন।
রোববার (১১ জুলাই) সকালে উপজেলার পদ্মা নদীর দক্ষিণ গাঁওপাড়া এলাকায় মাছটি ধরেন সোহেল আলী নামের এক ব্যক্তি।
বাঘা পৌরসভার দক্ষিণ গাঁওপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে সোহেল আলী। ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। করোনায় কর্মহীন হয়ে পড়ায় বাড়ি ফেরেন। এলাকাতেও কোনো কাজকর্ম না থাকায় বাড়ির পাশে নদীতে মাছ ধরা শুরু করেন। শনিবারেও সাত কেজি ও এক কেজি ৮০০ গ্রাম ওজনের বোয়াল পেয়েছিলেন সোহেল।
সোহেল বলেন, ‘করোনায় কাজ-কর্ম না থাকাই বাড়ির পাশে নদীতে জিয়ালা দিয়ে মাছ ধরি। মাছ ধরে যে আয় হয় তাতে ডাল-ভাত খেয়ে জীবন চলছে। আজ ১২ কেজি ওজনের বোয়াল ধরেছি, বিক্রি করেছি ৮ হাজার ৯০০ টাকায়। করোনা না থাকলে হয়তোবা মাছের দাম আরও বেশি পেতাম।’
উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, পদ্মার নাব্যতা মোটামুটি থাকায় মাছের বেশ প্রজনন হয়েছে। এছাড়া মাছ ধরার বিষয়ে বেশ কিছু সরকারি নিষেধাজ্ঞার কারণে মাছের প্রজনন বাড়ছে। এখন প্রায়ই শোনা যাচ্ছে পদ্মায় স্থানীয় জেলে ও মাছ শিকারিরা বড় বড় মাছ শিকার করছেন।